ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে অটোচালক খুন হয়েছে। নিহত অটোচালক দেলোয়ার হোসেন (৩০) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত তোতা চৌকিদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার আউলিয়া বাজারের উত্তর মোড় মাদ্রাসা রোডে দেলোয়ারের অটোরিকশার সাথে মুদি ব্যবসায়ী বিল্লাল মিয়ার মোটর সাইকেলের ধাক্কা লাগলে দু’জনের বাকবিতন্ড শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে মোটরসাইকেল চালক বিল্লাল মিয়া কাঠের লাঠি দিয়ে অটোরিকশা চালকের বাহু ও মাথায় আঘাত করেন। আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অটোরিকশাচালক দেলোয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজয়নগর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল এর সাথে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে মোটর চালক আরোহীর আঘাতে অটোচালক নিহত হয়। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/এএম