বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করা হয়।
যুবদল ১৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে টুর্নামেন্টটি উদ্বোধন করেন বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।
ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ মন্ডল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মিলন।
এ সময় আব্দুল গফুর ফকির, শাহজালালসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই