কুমিল্লার বুড়িচং উপজেলার বৈদ্যুতিক মোটরপাম্প দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃট হয় রবিন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার সময় ঘটনাটি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে বুড়িচং সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভুক্তভোগী পরিবার এই মৃত্যুর পেছনে তারই প্রতিবেশী বাবুলের ছেলে সাঈদকে দায়ী করেছেন। মৃত রবিনের বাবা মো. রেজাউল বলেন, আমি আমার ছেলেকে জুম্মা নামাজ পড়ার জন্য ডাক দেই। তখন আবু সাঈদ তাকে মোটর পাম্পটা সঠিক জায়গায় স্থাপনের জন্য নির্দেশ দিয়ে হঠাৎ বিদ্যুৎতের সংযোগ লাইন দিয়ে দেয়। এতে পানিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন পুকুরের পানিতে কাপতে কাপতে লুটিয়ে পরে। অবশেষে মৃত্যু হয়। এলাকাবাসী অনেকের অভিযোগ সাঈদ দীর্ঘদিন অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে নানা কার্যক্রম করে আসছে।
এ বিষয়ে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম