ঝিনাইদহের কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন (২১) বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন কালিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। অপরদিকে কোটচাঁদপুর থেকে তৌফিক ও জিহাদ মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিলেন। তালেশ্বর বাজার এলাকায় পৌঁছাতেই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সুমন মারা যান। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, সুমন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। গুরুতর আহতদের রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ