১৭ এপ্রিল, ২০১৯ ২২:১৬

তাসকিনকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

তাসকিনকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক এবং সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ঘোষিত দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। 

যদিও গত বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এবার বিশ্বকাপ স্কোয়াডে তার থাকা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ মুহূর্তে ফিটনেস লেভেল আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো না থাকায় বাদ দেয়া হয়েছে তাসকিনকে। 

সর্বশেষ বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিন শেষ মুহূর্তে চোটে পড়েন। সেই চোট থেকে মাঠে ফিরে ফিটনেস দিয়ে নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেননি তিনি। তাই তাসকিন বাদ, সুযোগ হয়ে গেল এখনও ওয়ানডে অভিষেক না হওয়া পেসার আবু জায়েদ রাহীর।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দল ঘোষণার পর মিডিয়ার কাছে শুনে কান্না ভেঙে পড়েন তাসকিন। তার সেই কান্নার ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের যুক্তি, বিশ্বকাপের আরও দেড় মাস বাকি। এর মধ্যে তাসকিন নিশ্চয়ই আরও ফিট হয়ে যেতেন। 

বিশ্বকাপ স্কোয়াডে তাসকিনের না থাকা নিয়ে বুধবার 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান বলেন, তাসকিনের জন্য খুব খারাপ লাগছে। আসলে খারাপ তো সবারই লাগছে, শুধু আমার নয়। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই.... কী আর বলব?'

তিনি আরো বলেন, 'আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। গত বিশ্বকাপে আমাদের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিল তাসকিন, সে এবার বিশ্বকাপ দলে নেই। আবার গত বিশ্বকাপে আমার কোনো খোঁজ ছিল না, সেই আমি খেলতে যাচ্ছি এবারের বিশ্বকাপ। নিয়তির খেলা বোঝা কঠিন!'

আগামী ৩০ মে দ্যা ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর