২০ মে, ২০১৯ ০৮:৫৩

নেটে স্মিথের ব্যাটিং দেখে যা বললেন অজি কোচ

অনলাইন ডেস্ক

নেটে স্মিথের ব্যাটিং দেখে যা বললেন অজি কোচ

ক্রিকেট বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বত্র। চললে দলগুলোকে নিয়ে নানা জল্পনা-কল্পনা। পাশাপাশি শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। লন্ডনে প্রস্তুতি শিবির চলছে অস্ট্রেলিয়ার। আর বিশ্বকাপ অভিযান শুরুর আগে সেখানে স্টিভ স্মিথকে দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। স্মিথের ব্যাটিং দেখার পরে শচীন টেন্ডুলকারের কথা মনে পড়ছে অস্ট্রেলিয়ার কোচের।

নেটে স্মিথের বিরুদ্ধে বল করছিলেন প্যাট কামিন্স। তাঁকে থার্ডম্যানের ওপর দিয়ে ছয় মারেন স্মিথ। তার পরেই নেথান কুল্টার নাইলের বিরুদ্ধেও দুরন্ত একটি শট খেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট জানিয়েছে, স্মিথের ওই দুটো শট দেখার পরেই ল্যাঙ্গার বলেন, ‘‘মনে হচ্ছে যেন শচীনকে ব্যাট করতে দেখছি।’’ 

বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে আবার দলে ফিরেছেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। দু’জনেই ছন্দে আছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে নিয়ে ল্যাঙ্গার বলেছেন, ‘‘নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিনটে প্র্যাক্টিস ম্যাচে স্মিথকে ব্যাট করতে দেখেছি। বোঝাই যাচ্ছিল, ও কেন অন্যতম সেরা ব্যাটসম্যান। স্মিথকে দলে পেয়ে আমরা সবাই খুশি।’’ 

অস্ট্রেলিয়ার কোচ আরও বলেন, ‘‘স্মিথকে দেখে মাঝে মাঝে আমার মজাই লাগছে। কোথাও ঘুরতে গিয়ে হোক, লাঞ্চ রুমে হোক বা টিম বাসে— স্মিথ সব সময়ই ব্যাটিং শ্যাডো করে চলেছে। ও আক্ষরিক অর্থে ব্যাট করতে ভালবাসে। সমুদ্র সৈকতে অদৃশ্য ব্যাট নিয়ে খেলছে, শাওয়ারে গিয়ে শ্যাডো করছে। আমি কিন্তু মজা করছি না। ওকে দেখলে বুঝতে পারতেন।’’

তবে বিশ্বকাপে স্মিথ বা ওয়ার্নারের সামনে শুধু বোলাররাই চ্যালেঞ্জ হয়ে উঠবেন না, দর্শকদের ‘মন্তব্য’ও সামলাতে হবে এই দুই ব্যাটসম্যানকে। সেটা ভালই জানেন ল্যাঙ্গার। তিনি বলে দিচ্ছেন, তাঁর দুই ক্রিকেটার তৈরি আছেন দর্শকদের সামলানোর জন্য। 

ল্যাঙ্গার বলেন, ‘‘আমরা তো আর দর্শকদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারব না। কিন্তু ১২ মাস আগে যা পরিস্থিতি ছিল, তার চেয়ে উত্তপ্ত তো আর কিছু হবে না। ওরা বড় মূল্য চুকিয়েছে। আমরা জানি, মাঠে নামলে ওদের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তার জন্য আমরা সবাই তৈরি।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর