২০ মে, ২০১৯ ১৩:০২

'‌ইংল্যান্ডে বেশ কিছু দলের ভয় কারণ হবে আফগানিস্তান'

অনলাইন ডেস্ক

'‌ইংল্যান্ডে বেশ কিছু দলের ভয় কারণ হবে আফগানিস্তান'

ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপে কেউ আলাদা করে আফগানিস্তানের কথা বলেনি। তাদের ওপর আস্থা দেখাতে সবারই অদ্ভুত অনীহা। কিন্তু তিনি আস্থা রাখছেন। আর তাই তো অনিল কুম্বলে বলে দিলেন, ‘‌ইংল্যান্ডে বেশ কিছু দলের ভয় কারণ হতে পারে আফগানিস্তান।’‌ 

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ, হঠাৎ এত ভরসা রাখছেন কেন আফগানিস্তানের ওপর?‌ ২০১৮ সালের এশিয়া কাপের উদাহরণ টেনে কুম্বলে যুক্তি দেখিয়েছেন, ‘‌এশিয়া কাপে দারুণ খেলেছিল আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ টাই করেছিল। বাংলাদেশ, পাকিস্তানকেও কাঁপিয়ে দিয়েছিল। তাই মনে হচ্ছে, এবারের বিশকাপে ওরা বিপদে ফেলবে।’‌ 

এখানেই শেষ নয়, সাবেক লেগ স্পিনার আরও যোগ করেন, ‘‌টি- ২০তে রশিদ, মুজিব দুর্দান্ত। ২৫০-২৬০ রান যদি তুলতে পারে, তা হলে প্রথম বল থেকে ওরা আক্রমণ করবে। মোহম্মদ শাহজাদ বিপক্ষকে চাপে ফেলতে দারুণ দক্ষ। যোগ্যতা নিয়ে সংশয় নেই। তবে সবটাই নির্ভর করছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কীভাবে নিজেদের মেলে ধরছে তার ওপর।’‌ 

কুম্বলে মনে করেন, বিশ্বকাপের আগে আফগানিস্তানের ব্যাটিংয়ে জোর দেওয়া উচিত। তিনি বলেন, ‘‌শুরু থেকে ঝড় তোলার চেষ্টা করে লাভ নেই। তার থেকে বরং আফগানিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি উইকেটে থিতু হয়ে ইনিংস গড়ার দিকে মন দেয়, তা হলে সত্যিই ভাল কিছু ওদের পক্ষে করা সম্ভব।’‌ 


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর