২৪ মে, ২০১৯ ০৪:০৭

এক নজরে ভারতের বিশ্বকাপ রেকর্ড

অনলাইন ডেস্ক

এক নজরে ভারতের বিশ্বকাপ রেকর্ড

আর মাত্র কয়েকদিন পরই ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের আসরে অন্যতম ফেভারিট দল ভারত। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান অবশ্য শুরু হচ্ছে ৫ জুন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। 

এ নজরে দেখে নেওয়া যাক গত বিশ্বকাপগুলোতে ভারতীয় দল কেমন ফল করেছিল- 

১৯৭৫ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। 

১৯৭৯ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া।

১৯৮৩ বিশ্বকাপ- কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বজয় করেছিল ভারতীয় দল। 

১৯৮৭ বিশ্বকাপ- সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত।

১৯৯২ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকেই বিদায়।

১৯৯৬ বিশ্বকাপ- সেমিফাইনালে হার।

১৯৯৯ বিশ্বকাপ- সুপার সিক্স থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া।

২০০৩ বিশ্বকাপ- ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। 

২০০৭ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকে বিদায়।

২০১১ বিশ্বকাপ- ঘরের মাঠে ধোনির নেতৃত্বে শিরোপা জয়।  

২০১৫ বিশ্বকাপ- সেমিফাইনাল থেকে বিদায়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর