২৪ মে, ২০১৯ ০৫:০৮

শচীনের চোখে সেরা চার

অনলাইন ডেস্ক

শচীনের চোখে সেরা চার

ফাইল ছবি

ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে ক্রিকেট বিজ্ঞরা দিচ্ছেন তাদের মতামত। সেই ধারাবাহিকতায় সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট দল নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন শচীন টেন্ডুলকার।

ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর বাকি সাত দলের মধ্য থেকে যে কোন একটি আসতে পারে।’

শচীন ভারতীয় দল প্রসঙ্গে বলেন, ‘বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলটিকে সেমিফাইনালে দেখতে পাচ্ছি। তবে ভালো খেলার জন্য সম্মিলিতভাবে পারফর্ম করতে হবে। একজন ভালো খেলে বিশ্বকাপে ভালো করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড অবশ্যই সেই চার দলের একটি হবে। অস্ট্রেলিয়াও সেমিফাইনালে যাওয়ার জন্য কঠিন লড়াই করবে। তারাও যাবে শেষ পর্যন্ত। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরে আসায় দলটি শক্তিশালী হয়েছে।’

এছাড়া চতুর্থ দল হিসেবে শচীন বলেন, পাকিস্তান এমন একটি দল যে দল যে কোন সময় যেকোনো কিছু করার সামর্থ রাখে। আর নিউজিল্যান্ড বরাবরই আন্ডারডগ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর