২৫ মে, ২০১৯ ১০:০৮

সন্তান হারানো পাকিস্তানি ক্রিকেটারকে কী বললেন শচীন?

অনলাইন ডেস্ক

সন্তান হারানো পাকিস্তানি ক্রিকেটারকে কী বললেন শচীন?

বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলি নিজের মেয়েকে হারিয়েছেন। তাঁর দুই বছরের মেয়ে ক্যান্সারের সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি। আসিফের মেয়ে নুর ফাতিমা মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিল। গত সোমবার নুর ফাতিমা জীবনযুদ্ধে হেরে যায়।

এমন চরম দুঃসময়ে বিশ্ব ক্রিকেটের অনেকেই আসিফের পাশে দাঁড়িয়েছেন। এবার আসিফের পাশে শচীন টেন্ডুলকার। পাকিস্তানের ব্যাটসম্যানকে স্বান্তনা দিয়ে তিনি বলেছেন, ''পরিবারের কোন সদস্যকে হারানোর ঘটনা মানুষকে বিধ্বস্ত করে তোলে। আসিফ, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। স্বজন হারানোর ক্ষতি অপূরণীয়। সামনেই বিশ্বকাপ। এত বড় শোক ওকে প্রচণ্ড যন্ত্রণা দেবে।''

১৯৯৯ বিশ্বকাপের মাঝে পিতৃবিয়োগের ঘটনা ফিরে এল শচীনের মুখে। তিনি বললেন, ''১৯৯৯ বিশ্বকাপের শুরুর দিকে বাবাকে হারিয়েছিলাম। বিশ্বকাপ মাঝপথে রেখেই দেশে ফিরতে হয়েছিল। এরপর আবার মাঠে ফিরেছিলাম। মায়ের কথা শুনে। কিন্তু বাবাকে হারানোর কষ্ট ভুলতে পারিনি। ওই শোক ভুলতে আমার অনেক সময় লেগেছিল। আসিফ আলির জন্য শুভকামনা রইল।''

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর