২৫ মে, ২০১৯ ১০:১৫

কার ব্যাটে নির্ভর করছে ভারতের সাফল্য, জানালেন লারা

অনলাইন ডেস্ক

কার ব্যাটে নির্ভর করছে ভারতের সাফল্য, জানালেন লারা

ফাইল ছবি

বিরাট কোহলি মানুষ নন, রান মেশিন। বিশ্বকাপ শুরুর আগেই এমনই মন্তব্য করলেন কিংবদন্তি ব্রায়ান লারার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাটকে নিয়ে লারা বলেছেন, 'বিরাট মেশিন। ও একেবার অন্য রকম ক্রিকেটার। আশি বা নব্বইয়ের দশকে আমরা এমন ছিলাম না। ফিটনেস সব সময় গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখনকার দিনের মতো এতটা গুরুত্ব পায়নি। যতটাই ক্রিকেট খেলুক না কেন, ফিটনেসটা আগে লাগবে। বিরাট জিমে অধিকাংশ সময় কাটায়। ফিটনেসটাই ওর সাফল্যের অন্যতম কারণ। যে কারণে বিরাটকে রান মেশিন বলেই মনে হয়।'

বিশ্বকাপে বিরাটের ব্যাটের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের সাফল্য। সব ধরণের ক্রিকেটে দারুণ সফল বিরাটকে নিয়ে উচ্ছ্বসিত ক্যারিবিয়ান রাজপুত্র লারা বলেন, 'একটা ছেলে প্রায় প্রতিটা ম্যাচেই রান করছে। আমার মনে হয়, শচীন টেন্ডুলকার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ও নিজের সুযোগগুলো কাজে লাগাত। যে কারণে ও একটা আলাদা দুনিয়া তৈরি করতে পেরেছিল। শচীনের সঙ্গে বিরাটের তুলনা করব না। তবে বিরাট ক্রিকেটের বিশেষ প্রতিভা। তরুণ এবং উঠতি ক্রিকেটারদের কাছে ও উদাহরণ।'

ইংল্যান্ডে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলবেন বিরাট। তবে এই বিশ্বকাপ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে বাড়তি দায় থাকবে তার কাছে। বিরাটের পাশাপাশি বোলিং বিভাগের জন্য ভারতকে এগিয়ে রাখছেন লারা। 


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর