২৬ মে, ২০১৯ ১২:৩৬

‌পাকিস্তান এখন খারাপ পরিস্থিতিতে, স্বীকার করলেন সরফরাজ

অনলাইন ডেস্ক

‌পাকিস্তান এখন খারাপ পরিস্থিতিতে, স্বীকার করলেন সরফরাজ

ফাইল ছবি

প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। আফগানিস্তানের কাছে তিন উইকেটে হেরে গেছে তারা। ব্রিস্টলে হারের পর নিজের হতাশা লুকোতে পারেননি পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বোলারদের দুষছেন। তবে পাকিস্তানের ব্যাটসম্যানরাও সুনাম অনুযায়ী খেলতে পারেননি। 

এদিন ৪৭.‌৫ ওভারেই ২৬২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে শেষ ওভারে টানটান উত্তেজনায় ম্যাচ বের করে নেয় আফগানরা। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা সদ্য ইংল্যান্ডের কাছে ০-৪ হেরেছে। এর আগে অস্ট্রেলিয়ার কাছে ০-৫ ব্যবধানে হেরেছে। শেষ ১৪ ম্যাচে জয় মাত্র দুটিতে। 

পাকিস্তানের জন্য বেশ বাজে সময় যাচ্ছে। এ কথা স্বীকার করেছেন সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘‌বিষয়টা বেশ চিন্তার। আমরা শুধু হেরে চলেছি। আমি ছেলেদের বলেছি, এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে। কোচিং স্টাফরাও যথেষ্ট পরিশ্রম করছেন। আমাদের সেরাটা তুলে ধরতেই হবে।’‌ 

ড্রেসিংরুমে কী সমস্যা রয়েছে?‌ মানতে চাইলেন না সরফরাজ। তিনি জানান, ‘‌ড্রেসিংরুমের পরিবেশ ভাল। নিজেদের মধ্যে আলোচনা দরকার। ব্যাটসম্যানরা রান পাচ্ছে। আফগান ম্যাচে আমরা ২০ রান কম তুলেছি। বোলিং বিভাগ চিন্তায় রেখেছে। আমাদের সেরা ব্যাটসম্যান বাবর আজম ভাল খেলেছে। ওয়াহাব রিয়াজও বল হাতে ভাল করল। কিন্তু বাকিরা?‌’‌ 

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর