১৫ জুন, ২০১৯ ১৩:৩০

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ, কি আভাস দিচ্ছে অতীত রেকর্ড?

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ, কি আভাস দিচ্ছে অতীত রেকর্ড?

ফাইল ছবি

বিশ্বকাপের ২০তম ম্যাচে শনিবার (২৫ জুন) লন্ডনের কেনিংটন ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। বৃষ্টি বাগড়া না দিলে বাংলাদশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার পরিসংখ্যান জেনে নেয়া যাক-

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৯৬ বার একে অন্যের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তার মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে ৩২ ম্যাচে। অস্ট্রেলিয়ার জয় ৬০ ম্যাচে। আর বাকি ৪ ম্যাচ হয় পরিত্যক্ত।

বিশ্বকাপে ৯ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে মাত্র ১টি ম্যাচে জয় পায় লঙ্কানরা। বাকি ম্যাচটি ফলহীনভাবে শেষ হয়।

দলীয় সর্বোচ্চ- 

শ্রীলঙ্কা : ৩৪৩/৫, সিডনি, ২০০৩ আর অস্ট্রেলিয়া : ৩৭৬/৯, সিডনি ২০১৫

দলীয় সর্বনিম্ন- 

শ্রীলঙ্কা : ৯১/১০, অ্যাডিলেইড, ১৯৮৫ আর অস্ট্রেলিয়া : ৭৪/১০, ব্রিসবেন, ২০১৩

সর্বোচ্চ রান- 

কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ১৬৭৫ রান ও রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৬৪৯ রান

সর্বোচ্চ উইকেট- 

মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৪৮ উইকেট ও ব্রেট লি (অস্ট্রেলিয়া)- ৩৮ উইকেট

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর