১৫ জুন, ২০১৯ ১৮:০০

ভারতের কাছে আর ‘ভিক্ষা’ চাইবে না পাকিস্তান: পিসিবি প্রধান

অনলাইন ডেস্ক

ভারতের কাছে আর ‘ভিক্ষা’ চাইবে না পাকিস্তান: পিসিবি প্রধান

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ড মউ চুক্তির পরও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় না। বিসিসিআই-এর বিরুদ্ধে আইসিসির কাছেও অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাভ হয়নি। উল্টে পিসিবিকেই বড় জরিমানা দিতে হয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটেরও চেষ্টা করেছিল ভারতীয় বোর্ড। কিন্তু আইসিসির নিয়মের জেরে তা সম্ভব হয়নি।

এখন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আর সম্ভাবনা দেখছেন না পিসিবি প্রধান এহসান মানি। তিনি জানিয়েছেন, ''দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতের কাছে আর ‘ভিক্ষা’ চাইবে না পাকিস্তান।'' 

পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মানি বলেছেন, ‘আমরা খুব সম্মানজনক ও স্বাভাবিক পদ্ধতিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওরা বারবার সেটা প্রত্যাখ্যান করেছে। রাজনীতি ও খেলাধুলাকে আলাদা জায়গায় রাখার পক্ষে আমরা। তাই পিসিবি ঠিক করেছে, আমরা আর কোন দেশের কাছে সিরিজ খেলার আর্জি জানাব না।’

চুক্তি থাকলেও ২০১৩ সালের পর পাকিস্তানের সঙ্গে আর কোন সিরিজে খেলেনি ভারত। যদিও আইসিসির টুর্নামেন্টে দুই দেশকে মুখোমুখি হতে হয়েছে। এদিন মানি জানান, ২০২১ সালে শ্রীলঙ্কা দল পাকিস্তান সফরে যাবে। যেখানে থাকবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ। 

মানি বললেন, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে খেলে আমরা অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলতে যাব। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চাই আমরা। তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করার সবরকম ব্যবস্থা করব আমরা।'' 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর