১৬ জুন, ২০১৯ ১৩:২৫

কোহলিকে দেখে নিজের ব্যাটিংয়ে উন্নতি আনার লক্ষ্য বাবরের

অনলাইন ডেস্ক

কোহলিকে দেখে নিজের ব্যাটিংয়ে উন্নতি আনার লক্ষ্য বাবরের

ফাইল ছবি

পাকিস্তানের মিডল অর্ডার বাবর আজমের মুখে বিরাট কোহলিকে নিয়ে মুগ্ধতা। আবার সাবেক পা্কিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম আবার সংযত থাকার বার্তা নিয়ে হাজির বিশ্বকাপে। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। 

বাবর বলেন, ‘আমি বিরাটের ব্যাটিং ফলো করি। বিরাট নেটে যেভাবে বিভিন্ন কন্ডিশন তৈরি করে ব্যাটিং প্র্যাক্টিস করে, সেটা দেখেও শেখার চেষ্টা করি।’ কোহলিকে দেখে নিজের ব্যাটিংয়ে উন্নতি আনার লক্ষ্য বাবরের। তার সংযোজন, ‘আসলে বিরাটের ধারাবাহিকতা আর সাফল্যের হার দেখার মতো। তাই ওর মতো সাফল্য চাই।’ 

বিরাট-বন্দনা করলেও রবিবার ম্যানচেস্টারে জয়ের স্বপ্ন দেখছেন বাবর। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জয়টা আমাদের কাছে প্রেরণার মতো।’ সেই সঙ্গে যোগ করলেন, ‘আমরা জানি, ভারতের বোলিং অ্যাটাক খুব ভালো। কিন্তু ইংল্যান্ডের শক্তিশালী বোলিং অ্যাটাককে আমরা রুখে দিয়েছি। তাই ভারতীয় পেসারদের সামলানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’ 

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর