১৬ জুন, ২০১৯ ১৪:১৮

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের কোহলির বার্তা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের কোহলির বার্তা

ফাইল ছবি

চলতি বিশ্বকাপে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে ঘটবে আবেগের বিস্ফোরণ। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে উত্তাপের সেই আঁচটা ভালোই টের পাচ্ছেন ভারত অধিনায়ক। তাই ম্যাচের আগেরদিন সমর্থকদের শান্ত থেকে ম্যাচ উপভোগ করার আহ্বান জানালেন বিরাট কোহলি।

বিশ্বকাপের মেগা আসরে পাকিস্তানের বিরুদ্ধে ১০০ শতাংশ জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই রবিবার মাঠে নামবে কোহলিরা। তাদের লক্ষ্য ৭-০। স্বাভাবিকভাবেই অতীত পরিসংখ্যান সেইসঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে এগিয়ে ভারত। গত ম্যাচে যে অস্ট্রেলিয়া পর্যুদস্ত হয়েছে ভারতীয় দলের কাছে সেই অস্ট্রেলিয়ার কাছে হেরেই রবিবার মহারণে নামবে পাকিস্তান। তাই  কোহলিদের মত মাঠের বাইরে নির্ভার ভারতীয় সমর্থকেরাও। 

উল্টোদিকে, ২ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে হারানোর কথা মনে করিয়ে হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানি সমর্থদেরও। এমন ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘এটা নিছকই একটা ক্রিকেট ম্যাচ। খেলা দেখুন এবং উপভোগ করুন। পাকিস্তান ম্যাচকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি না আমরা। আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচের সমান গুরুত্ব।’ 

একইসঙ্গে গ্যালারি ভর্তি সমর্থনের কথা মাথায় রেখেও ভারত অধিনায়ক বলেন, ‘পাকিস্তান ম্যাচের জন্য ড্রেসিংরুমের পরিবেশে কিছু পরিবর্তন হয়নি। দেশের হয়ে অন্যান্য ম্যাচ খেলার সময় যে পরিমাণ আবেগ কাজ করে এবং অ্যাড্রিনালিন ক্ষরন হয়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচও সেই একই আবেগ কাজ করবে।’

পাশাপাশি কোহলির মতে দেশের জার্সি গায়ে চাপালে ক্রিকেটারদের প্রত্যেক ম্যাচকে সমানচোখে দেখা উচিৎ। তার মতে, ‘দলের ১১ জন ক্রিকেটার মাঠে নেমে নিজেদের দায়িত্ব যথাযথ পালন করলে দিনের শেষে আমরাই হাসিমুখে মাঠ ছাড়ব।’


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর