১৬ জুন, ২০১৯ ১৬:৫২

পাকিস্তানের বিপক্ষে ভারতের উড়ন্ত সূচনা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ভারতের উড়ন্ত সূচনা

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে শতরান যোগ করেন এই দুই ওপেনার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০.৩ ওভারে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ১০৮ রান।

রবিবার বিকাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ব্যাটিংয়ে নেমে  ইনিংসের শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। যদিও মোহাম্মদ আমিরের ওভার দেখেশুনে খেললেও অপর প্রান্তের বোলারদের ওপর শুরু থেকেই আগ্রসী ছিলেন তারা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুইবার দুইবার রান আউটের সহজ সুযোগ নষ্ট করেছে সরফরাজ বাহিনী। দুটিই আবার রোহিত শর্মার। সেই রোহিতই ৩৫ বলে পাকিস্তানি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে অর্ধশতক রান তুলে নেন।

বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর