১৭ জুন, ২০১৯ ১০:৪৭

পাকিস্তানকে বিধ্বস্ত করে যা বললেন কোহলি

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে বিধ্বস্ত করে যা বললেন কোহলি

ফাইল ছবি

চলতি বিশ্বকাপের ২২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিধ্বস্ত করে ৮৯ রানের জয় তুলে নিয়েছে ভারত। রোহিত শর্মার ১৪০ ও অধিনায়ক কোহলির ৭৭ রানের দায়িত্বশীল ইনিংসে ভারতের দেয়া ৩৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ২১২ রানে থামতে হয় পাকিস্তানকে; বৃষ্টির কারণে ৩০২ রানের টার্গেটে ইনিংসটি ৪০ ওভার নির্ধারণ করা হয়।

বহুল প্রতীক্ষিত এই ম্যাচে এমন সহজ জয়ের পর বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি ভারতীয় অধিনায়ককে। সংবাদ সম্মেলনেও বেশ সহজভাবেই কথা বললেন। জানালেন, এই ম্যাচ ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে সেসব থেকে পুরো দল নিজেদের দূরে সরিয়ে রেখেছিল।

ম্যাচ শেষে কোহলি জানালেন, সমর্থকরা এই ম্যাচ নিয়ে যে আবেগে আক্রান্ত হয়েছিল সেই আবেগকে খেলায় কোনো প্রভাব বিস্তার করতে দেননি তারা এবং এটা কাজেও দিয়েছে। 

কোহলি বলেন, ‘আমি মনে করি তারা (পাকিস্তান) চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের সবদিক থেকেই হারিয়ে দিয়েছিল। কিন্তু এরপর আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলেছি। আপনি যদি অনেক আবেগ নিয়ে এই খেলায় মনোযোগ দেন, তাহলে বিষয়টা ভিন্ন দিকে মোড় নিতে পারে। আমরা সমর্থকদের ভাবনা থেকে মাঠে নামি না এবং আমাদের কাজটা মাঠেই করে দেখাতে হয়।'

ম্যাচের সেরা পারফর্মার রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘ধারাটা তিন ম্যাচ ধরেই আছে-প্রথম ম্যাচটা রোহিত একাই জিতিয়ে এনেছে, পরেরটা দলীয়ভাবে খেলার ফল আর আজ আবার রোহিতের দিন। ৩৩০ রান করতে হলে আপনাকে দলীয় অংশগ্রহণ লাগবে। লোকেশ (রাহুল) ও রোহিত ভিত্তিটা গড়ে দিয়েছে এবং একবার রোহিত ৭০-৭৫ রান করে ফেললে তাকে ঠেকানো কঠিন।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর