১৭ জুন, ২০১৯ ১৭:০৫

লুইস-হোপের ব্যাটে এগুচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন প্রতিবেদক

লুইস-হোপের ব্যাটে এগুচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারানোর পর লুইস এবং হোপের ব্যাটে এগুচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ধীরে ধীরে অর্ধ-শতকের দিকে এগিয়ে চলছেন। এদিকে ক্যারিবীয় রান মেশিন শাই হোপও দুর্দান্ত শুরু করেছে।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২১ ওভার শেষে ৯০ রান। লুইস ৪৭ এবং হোপ ৩৫ রান নিয়ে ব্যাট করছেন। 

এর আগে শূন্য রানে ফিরে যান ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল। সাইফউদ্দিনের দুর্দান্ত বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ১৩ বলে শূন্য রান করে ফিরে যান গেইল।

টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। ম্যাচে দুর্দান্ত বল করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারে কোনো রান দেননি মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুই দল খেলেছে সমান চার ম্যাচ। তাতে এক জয়, আর বৃষ্টির বাধায় এক পয়েন্ট করে পেয়েছে উভয় দল। টিকে থাকতে জয়ের বিকল্প নেই। হারলেই চলে যাবে ব্যাকফুটে। এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছে দল দুটি।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর