১৭ জুন, ২০১৯ ২২:৪৪

সাকিবের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

অনলাইন প্রতিবেদক

সাকিবের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি


বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেঞ্চরি হাঁকাতে তিনি খেলেছেন ৮৩ বল। আর সেই সঙ্গে জয় নিয়েও মাঠ ছাড়েন সাকিব-লিটন।

শুরু থেকেই সাবলীল ব্যাট করছেন সাকিব। ৯৯ বলে ১২৪ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি। এ রান করতে ১৬টি চার মেরেছেন এ অলরাউন্ডার। ম্যাচের চতুর্থ উইকেট জুটিতে তুলেছেন অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটি।

অন্যদিকে সাকিব ৫৪ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। মূলত সাকিবের বোলিং এবং ব্যাটিং নৈপুণ্যে পরাজয় বরণ করতে হয়েছে গেইলদের।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করেন সাকিব। এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিও (১২১) করেন তিনি।

এদিকে তিনি আবারও বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম স্থানে ওঠে এসেছেন।

বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৯/বাজিত হোসেন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর