১৮ জুন, ২০১৯ ১১:১৭

বিধ্বস্ত ক্যারিবীয় শিবির, ম্যাচের টার্নিং পয়েন্ট জানালেন মাশরাফি

অনলাইন ডেস্ক

বিধ্বস্ত ক্যারিবীয় শিবির, ম্যাচের টার্নিং পয়েন্ট জানালেন মাশরাফি

বিশ্বকাপের চলতি আসরে সোমবার টনটন ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের দেওয়া ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে ৫১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

সাকিব আল হাসানের অপরাজিত ১২৪ ও লিটন দাশের অপরাজিত ৯৪ রানের সুবাদে ২০১৯ বিশ্বকাপে দ্বিতীয় জয়ে ৫ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে মাশরাফি বিন মর্তুজার দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে এগিয়ে যাওয়ার (সেমিতে)। তার জন্য পরের ম্যাচগুলোতে জিততে হবে।’ 

বোলিংয়ের সময় মাশরাফি নিজের হাঁটুতে আবার চোট পেয়েছেন। তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না তিনি, ‘আমার হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছি। তবে ডেথ ওভারে বোলিংয়ের জন্য আমাদের যথেষ্ট ভালো বোলার রয়েছে। তাই এর জন্য চিন্তা করছি না।’

এক সময় বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল উইন্ডিজ। সেই মুহুর্তে এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। সেটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ম্যাশ, ‘আমি মনে করি, আমাদের টার্নিং পয়েন্ট ছিল মুস্তাফিজের দুই উইকেট শিকার। আন্দ্রে রাসেলকে সে দ্রুত ফিরিয়েছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর