১৮ জুন, ২০১৯ ১১:৫৭

টাইগারদের বিপক্ষে হারের কারণ জানালেন হোল্ডার

অনলাইন ডেস্ক

টাইগারদের বিপক্ষে হারের কারণ জানালেন হোল্ডার

ইংল্যান্ড বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে সাকিব আল হাসানের বীরোচিত সেঞ্চুরি ও লিটন দাশের অনন্য ব্যাটিংয়ে মাত্র তিন উইকেট হারিয়ে ও ৮.৩ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এর ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলো মাশরাফি বিন মর্তুজার বাহিনী।

এদিন টনটনের এই স্টেডিয়ামে ক্যারিবীয় বোলারদের পাত্তাই দেয়নি টাইগার ব্যাটসম্যানরা। তাদের প্রতিটি বোলারই ওভার প্রতি সাড়ে ছয়ের ওপর রান দিয়েছেন। বাদ যাননি ওশানে টমাস, আন্দ্রে রাসেল, জেনস হোল্ডার ও শেলডন কোটরেলের মতো পরীক্ষিত পেসাররাও।

কিন্তু এমন হারের পর তবুও নিজ দলের বোলারদের আগলে রাখলেন উইন্ডিজ দলনেতা হোল্ডার। তার মতে ব্যাটসম্যানদের কারণে এই হার। তিনি জানান, টনটনের ছোট এই মাঠে আরও ৪০-৫০ রান হলে ভালো হতো।

এ ব্যপারে ম্যাচ শেষে হোল্ডার বলেন, ‘প্রথম ইনিংস শেষেই আমার চিন্তা এলো, আমরা কিছু রান কম করেছি। এই মাঠে সম্ভবত ৩৬০, ৩৬৫ বা ৩৭০ ভালো স্কোর। ফলে আমাদের মোট রান কম হয়েছে। আপনি যদি পরে বাংলাদেশের ব্যাটিং দেখেন, তবে আমি মনে করি ৪০ থেকে ৫০ রান কম হয়েছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর