১৮ জুন, ২০১৯ ১৯:৩২

আফগানদের বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক

আফগানদের বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ইংল্যান্ডের

বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়লেন ইংলিশরা। এর আগে চলতি বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৩৮৬ রান করেছিল ইয়ন মরগানের দল।

ইয়ন মরগানের অনবদ্য সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো ও জো রুটের জোড়া ফিফটিতে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ করে ইংলিশরা।

তবে বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪১৭/৬ রানের রেকর্ডের মালিক অস্ট্রেলিয়া। তারা ২০১৫ সালের বিশ্বকাপে এই আফগানিস্তানের বিপক্ষেই এই রেকর্ড গড়েছিল।

আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান জনি বেয়ারস্টো এবং মরগান। ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে সেঞ্চুরির পথেই ছিলেন এ ইংলিশ ওপেনার বেয়ারস্টো। কিন্তু দারুণ ব্যাটিং করার পরও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছানেত বেয়ারস্টোর। মাত্র ১০ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

অন্যদিকে, ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন মরগান। মহাকাব্যিক ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক। আফগানদের বিপক্ষে ১৭ ছ্ক্কা আর ৩ চারে ১৪৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন মরগান। যদিও ১৫০ থেকে মাত্র দুই রান দূরে থেকেই সাঝঘরে ফিরেন।

এর আগে ২০১৫ বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা হাঁকান গেইল। 

মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। ইনজুরির কারণে জেসন রয়ের পরিবর্তে দলে ফিরেছেন জেমস ভিন্স। জনি বেয়ারস্টোর সঙ্গে উদ্বোধনীতে ব্যাটিং নেমে ৯.৩ ওভারে ৪৪ রানের জুটি গড়েন ভিন্স। দৌলত জাদরানের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৩১ বলে ২৬ রান করে ফেরেন জেমস ভিন্স।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামে দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। দ্বিতীয় উইকেটে রুটকে সঙ্গে নিয়ে ১২০ রানের জুটি গড়েন বেয়ারস্টো। এই জুটিতেই অনবদ্য ব্যাটিং করে ৬১ বলে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি।

কিন্তু ৯৯ বলে ৮টি চার ও তিন ছক্কায় ৯০ রান করে গুলবাদিন নাইবের গতির মুখে পড়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। তার বিদায়ে ২৯.৫ ওভারে ১৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৯৭ রানের বিশাল সংগ্রহ করে ইংলিশরা।

বিডি প্রতিদিন/১৮ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর