১৮ জুন, ২০১৯ ২০:৫৩

রেকর্ড গড়া জয়ের স্বাদ নিয়ে নটিংহামের পথে টাইগাররা

অনলাইন ডেস্ক

রেকর্ড গড়া জয়ের স্বাদ নিয়ে নটিংহামের পথে টাইগাররা

সংগৃহীত ছবি

টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সোমবার দ্বাদশ বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাাদেশ। ৩২১ রান টপকে রেকর্ড গড়া জয়ের স্বাদ নিয়ে নটিংহাম যাচ্ছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২০ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহামে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে ক্যারিবীয়দের বিপক্ষে দুর্দান্ত জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। 

টনটন থেকে জয় নিয়ে আত্মবিশ্বাসের সাথে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) নটিংহামের পথে রওনা দেয় বাংলাদেশ দল।

এখন পর্যন্ত ৫ খেলায় ২টি করে জয়-হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বাংলাদেশ। তবে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। তাই অসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজকে হারালেও নিউজিল্যান্ড-ইংল্যান্ডের কাছে হার মানে টাইগাররা। আর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর ভারতের কাছে হেরে যায় অসিরা। তবে জয়ের ধারায় ফিরতে খুব বেশি সময় নেয়নি তারা। পরের দু’ম্যাচেই জয় তুলে নেয় অসিরা। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারায় অ্যারন ফিঞ্চের দল।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর