শিরোনাম
২০ জুন, ২০১৯ ১২:৩৩

অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

অনলাইন ডেস্ক

অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে মাশরাফি

ফাইল ছবি

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। ওয়ানডে ক্রিকেটে দু'দেশের মধ্যে ১৯ লড়াইয়ে ১৮ বারই জিতেছে অজিরা। তবে সেই অস্ট্রেলিয়া আর এই বাংলাদেশের মধ্যে বিরাট পার্থক্য। 

বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অজিদের বিপক্ষে বাংলাদেশ জয় পেতে পারে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধরা।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মাঠে গড়ালে ৮২ তম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামবেন তিনি। আর অধিনায়ক হিসেবে ৮১ ম্যাচে মাশরাফি পেয়েছেন ৯৯ উইকেট। যার ফলে অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে তিনি।

এখন পর্যন্ত পুরো ক্যারিয়ারে মাশরাফি খেলেছেন ২১২টি আন্তর্জাতিক ওয়ানডে। যেখানে উইকেট পেয়েছেন ২৬৬টি। সেরা বোলিং ফিগার ২৬/৬। চার উইকেটে পেয়েছেন ৭ বার আর ৫ উইকেট পেয়েছেন একবার।


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর