শিরোনাম
২০ জুন, ২০১৯ ১৫:০৬

টস জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া

অনলাইন প্রতিবেদক

টস জিতে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে আজ জিততেই হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নটিংহামের ট্রেন্টব্রিজ ভেন্যুটি চোখ রাঙাচ্ছে টাইগারদের। কেননা, এই ভেন্যুতে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে সেটি ভালো রেকর্ড নয়। দু’টি ম্যাচ খেলেছে দু’টিই হেরেছে বাংলাদেশ। যদিও দু’টিই ছিল ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে ১৯ লড়াইয়ে ১৮ বারই জিতেছে অজিরা। তবে সেই অস্ট্রেলিয়া আর এই বাংলাদেশের মধ্যে বিরাট পার্থক্য। বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অজিদের বিপক্ষে বাংলাদেশ জয় পেতে পারে বলে মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।

নটিংহামের ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এদিন নির্ধারিত সময় টস করতে মাঠে নামেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও  টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এদিন, টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফিঞ্চ। 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর