২১ জুন, ২০১৯ ০০:৪১

অপ্রতিরোধ্য মুশফিক, তৃতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ সেঞ্চুরি

অনলাইন ডেস্ক

অপ্রতিরোধ্য মুশফিক, তৃতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ সেঞ্চুরি

সংগৃহীত ছবি

চলতি বিশ্বকাপে বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় টাইগাররা। ৩৮২ রানের টার্গেটে ব্যাট করেতে নেমে ৩৩৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে ৪৮ রানের জয় পায় অজিরা। তবে ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন টাইগার তারকা মুশফিকুর রহিম। লড়াকু সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় বাংলাদেশি হিসেবে তিন অঙ্কের দেখা পেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। তার আগে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (২০১৫) এবং সাকিব আল হাসান (২০১৯)। আগের দুইজনই করেছেন ২টি করে সেঞ্চুরি, তাও পরপর দুই ম্যাচে। মুশফিকও তা পারবেন কিনা তা জানা যাবে পরের ম্যাচেই। 

আজকের ম্যাচে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কায় ৯৭ বলে ১০২ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন মুশফিক।

এর আগে, নটিংহ্যামে বৃহস্পতিবার টসে জিতে ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস, উসমান খাজা ও অ্যারন ফিঞ্চের ফিফটির ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৮১ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর