২৪ জুন, ২০১৯ ১০:১০

উইকেট নেওয়ার পর স্যালুট করেন কেন কটরেল?

অনলাইন ডেস্ক

উইকেট নেওয়ার পর স্যালুট করেন কেন কটরেল?

ইংল্যান্ড বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। তবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। ৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ক্রিস গেইল-শেলডন কটরেলদের। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেও বাকি ম্যাচগুলোয় হারতে হয়েছে ক্যারিবিয়ানদের। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা ব্যর্থ হলেও কটরেল কিন্তু ‘স্যালুট’ করে নজর কেড়ে নিয়েছেন বিশ্বকাপে।

ওয়েস্ট ইন্ডিজের বোলার শেলডন কটরেল উইকেট নেওয়ার পর মিলিটারি কায়দায় স্যালুট করেন। তার এমন সেলিব্রেশনের কারণ কী? কটরেল জামাইকার সামরিক বাহিনীর সৈনিক। কর্মরত সহকর্মীদের প্রতি সম্মান জানানোর জন্যই তিনি এভাবে উদযাপন করেন। 

কটরেল স্বয়ং বলেছেন, ‘‘আমি জামাইকান ডিফেন্স ফোর্সের সৈনিক। সহকর্মীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এটি একটা উপায়।’’ চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৯টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে কটরেল নেন চারটি উইকেট। দু’টি ক্যাচ ধরার পাশাপাশি একটি রান আউটও করেন কটরেল। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর