২৭ জুন, ২০১৯ ০৯:২০

'স্লো ব্যাটিং' নিয়ে সমালোচনা, সৌরভকে পাশে পেলেন ধোনি

অনলাইন ডেস্ক

'স্লো ব্যাটিং' নিয়ে সমালোচনা, সৌরভকে পাশে পেলেন ধোনি

ফাইল ছবি

আফগানিস্তান ম্যাচে স্লো ব্যাটিংয়ের জন্য ধোনির সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বেশ বিরক্ত। গত শনিবার আফগান ম্যাচে ৫২ বলে মাত্র ২৮ রান করেন ধোনি। প্রয়োজনের সময় রানের গতি বাড়াতে পারেননি। তারপর রশিদ খানের বলে স্টাম্পড হয়ে যান। স্বয়ং শচীন তেন্ডুলকারও সরব হয়েছিলেন ধোনির স্লো ব্যাটিং নিয়ে। 

অবশ্য শচীনের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন ধোনি ভক্তরা। এবার ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দাঁড়ালেন ধোনির পাশে। সৌরভের বিশ্বাস, দ্রুত ছন্দে ফিরবেন ধোনি। সৌরভের কথায়, ‘‌একটা কথাই বলব। ধোনি অন্যতম সেরা ব্যাটসম্যান। চলতি বিশ্বকাপে ধোনি তা প্রমাণ করবেই। একটা ম্যাচে খারাপ হতেই পারে। তা দিয়ে বিচার করলে ভুল হবে।’‌ 

এটা ঘটনা বিশ্বকাপে ধোনি ব্যাট করার বেশি সুযোগ পাননি। চার ইনিংসে করেছেন ৯০। একমাত্র আফগান ম্যাচে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। তিনি যখন ব্যাট করতে আসেন, ভারতের রান ১২২। বিরাট কোহলি ৩১ তম ওভারে আউট হওয়ার পর ধোনির উপর চাপ বেড়েছিল। কেদার যাদবের সঙ্গে জুটিতে ধোনি তোলেন ৫৭ রান। অবশ্য কেদারের (‌৬৮ বলে ৫২)‌ স্লো ব্যাটিং নিয়েও উঠেছে প্রশ্ন। 

ধোনি অবশ্য এসব সমালোচনায় অভ্যস্ত। কোনোদিন পাত্তা দেন না। উইকেটের পিছনে এখনও তিনি সাবলীল। আফগান ম্যাচেই ফের একবার টের পাওয়া গেছে। বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচেই হয়ত ব্যাট হাতে জবাব দেবেন ধোনি।

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর