১৬ জুলাই, ২০১৯ ০৯:২৪

আইসিসি'র নিয়ম নিয়ে কে কী বললেন?

অনলাইন ডেস্ক

আইসিসি'র নিয়ম নিয়ে কে কী বললেন?

ফাইল ছবি

লর্ডসে ফাইনাল শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মূল ম্যাচ টাই হওয়ার পর গড়াল সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষপর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ওশেনিয়া অঞ্চলের দলটির পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটানুরাগীরা। অনেকেই আইসিসির এ নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাবেক ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর লেখেন, ‘আমি বুঝলাম না, কিভাবে বাউন্ডারি অনুপাতের উপর ভিত্তি করে খেলার ফলাফল ঠিক করা হল? হাস্যকর একটা নিয়ম বানালো আইসিসি। ফলাফল টাই ঘোষণা করা উচিত ছিল। শ্বাসরুদ্ধকর একটি ফাইনাল ম্যাচ উপহার দেয়ার জন্য আমি দুই দলকেই অভিনন্দন জানাতে চাই।’

গম্ভীরের সতীর্থ সাবেক তারকা যুবরাজ সিংও লেখেন, ‘আমি এই নিয়মের সঙ্গে একমত হতে পারলাম না; কিন্তু নিয়ম তো নিয়মই, শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন ইংল্যান্ডকে। তবে আমার হৃদয়টা কিউইদের কাছে আছে, কেননা ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে তারা। অসাধারণ ম্যাচ এবং এক ঐতিহাসিক ফাইনাল।’

শিরোপা জিততে না পারায় এক টুইট বার্তা আইসিসিকে ব্যঙ্গ করেন সাবেক কিউই ক্রিকেটার স্কট স্টাইরিস। তিনি লেখেন, ‘ভালো কাজ করেছ আইসিসি। দারুণ এক তামাশা দেখালে তুমি!’

সাবেক কিউই অলরাউন্ডার ডিওন ন্যাশ বলেন, ‘সত্যিই আমি খুব শূন্যতা অনুভব করছিল এবং কিছুটা প্রতারিত হয়েছি। পরিস্কারভাবে এটা হাস্যকর একটা নিয়ম। সত্যিই অদ্ভুত।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর