আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা মুখী ষড়যন্ত্র জাতীয় নাগরিক জোটের কাছে দৃশ্যমান হয়েছে। তা নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক জোট।
জাতীয় নাগরিক জোট মনে করে, যারা জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মাঝে আছেন। পারাজিত হবার আশংকায় হতাশায় ভুগছেন, তারাই জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন।
অনিশ্চয়তা, সহিংসতা রাজনৈতিক অস্থিতিশীলতা বা সাংবিধানিক সংকটের জন্ম দিতে পারে। বিনিয়োগকারীরাও এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিচ্ছেন, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিবেচনায় তারা বিনিয়োগ থেকে পিছু হটছেন।
জাতীয় নাগরিক জোট মনে করে রাজনৈতিক দল ও নেতাদের কাছে দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই এই সংকট থেকে গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের একমাত্র উপায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন