Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৯ ২৩:৩৮

ভারতে আঘাত হেনেছে বুলবুল, তাণ্ডব চলবে ৪ ঘণ্টা

অনলাইন ডেস্ক

ভারতে আঘাত হেনেছে বুলবুল, তাণ্ডব চলবে ৪ ঘণ্টা

ভারতের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ও সাগরদ্বীপ হয়ে স্থলভাগে শনিবার রাত নয়টার দিকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় বুলবুল। এরপর সুন্দরবন বদ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে বুলবুল। আগামী তিন-চার ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে তাণ্ডব চালিয়ে গোটা প্রক্রিয়াটি শেষ হবে বলে জানাচ্ছে রাজ্যের আলিপুর আবহাওয়া দফতর। 

এদিকে, ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। বঙ্গোপসাগর উপকূলে দুপুর ১২টা থেকে ঝড়ো হাওয়া শুরু হলেও শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে আঘাত হানতে শুরু করেছে। 

ভারতীয় গণমাধ্যম বলছে, ঝড়টি ইতোমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের প্রকোপ বেড়েছে। ইতোমধ্যেই বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমাবন্দরের যাবতীয় কার্যক্রম।

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য