১০ নভেম্বর, ২০১৯ ১৭:৫৪

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছে একটি গরু। জেলার বিভিন্ন স্থানে অন্ততপক্ষে অর্ধশত গাছ উপড়ে গেছে।

এ ছাড়া জেলার অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় এলাকাবাসী ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রামগতি উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়নের তেলির চর, চেয়ারম্যান বাজার ও কামাল বাজারে বুলবুল আঘাত হানে। প্রায় ১০ মিনিট তাণ্ডব চালায় বুলবুল। 

এদিকে টানা বৃষ্টিতে মেঘনার পানি ২-৩ ফুট উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকের আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান,  ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণে কাজ চলছে। তাদের সরকারিভাবে সহায়তা দেয়া হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর