১০ নভেম্বর, ২০১৯ ২২:৩২

ঘূর্ণিঝড় 'বুলবুল'র তাণ্ডবে আট জেলায় ১১ জনের মৃত্যু

অনলাইন প্রতিবেদক

ঘূর্ণিঝড় 'বুলবুল'র তাণ্ডবে আট জেলায় ১১ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে আট জেলায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। আজ শনিবার ভোর থেকেই এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা। 

শরীয়তপু‌রে নিহত ২।

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছচাপায় মো. আলীবক্স ছৈয়াল (৬৮) ও আলেয়া বেগম (৪৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। 
জানা গেছে, রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ডিঙ্গামা‌নিক ইউনিয়নের দেওজু‌ড়ি এলাকায় গাছচাপায় আলীবক্স ছৈয়ালের মৃত্যু হয়। এছাড়া  ডামুড্যা উপজেলার বড় সিধুলকুড়া গ্রামের আলেয়া বেগমের (৪৫) গাছচাপায় মৃত্যু হয়। একই ঘটনায় নিহতের স্বামী আলী আজগর ঘোরামিও গুরুতর আহত হয়েছেন। তাকে ডামুড্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিচিত করেছেন সিধুলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।        

পিরোজপুরে নিহত ২।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে ননী গোপাল মন্ডল নামে একজন গাছ চাপা পড়ে মারা গেছেন। এছাড়া একই উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে সুমী ও নাসির নামে দুই শিশু গাছের চাপায় গুরুতর আহত হয়। 

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের বুলবুলের কারণে পানি বেড়ে যাওয়ায় পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় গাছ উপরে পড়াসহ কয়েক শত ঘর ভেঙে গেছে। 

ব‌রিশালে নিহত ১। 

রবিবার বিকেল ৩টার দিকে ব‌রিশালের উ‌জিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে ঘরচাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা মারা যান। বৃদ্ধা আশালতা উ‌জিরপু‌র পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের দ‌ক্ষিণ মাদারসী এলাকার বাসিন্দা। উ‌জিরপু‌র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন।

পটুয়াখালীতে নিহত ১। 

রবিবার ভোর রাতে গাছচাপা পড়ে পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মের হামেদ ফকির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বরগুনায় নিহত ১। 

বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম. বালীয়াতলী এলাকার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হালিমা খাতুন নামের ওই নারী অসুস্থতার কারণে মারা গেছেন।

গোপালগঞ্জে নিহত ১।

ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবা‌ড়ি গ্রামের ছে‌কেন হাওলাদার (৭০) নামে একজন নিহত হয়েছেন বলে জানা যায়।

বাগেরহাটে নিহত ২।

রবিবার দুপুরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে গাছচাপায় হিরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। হিরা বেগম একই গ্রামের মাসুম শেখের স্ত্রী। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে গাছচাপা পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সামিয়া উপজেলার দরপোনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারীপু‌রে নিহত ১।

মাদারীপু‌রে ঘূ‌র্ণিঝড় বুলবু‌লের প্রভা‌বে ঘর চাপা প‌ড়ে সা‌লেহা বেগম (৪০) না‌মে এক ম‌হিলা নিহত হ‌য়ে‌ছেন। নিহ‌তের প‌রিবার‌কে তাৎক্ষ‌ণিক ২০ হাজার টাকা অনুদান প্রদান ক‌রে‌ছেন জেলা প্রশাসক। ‌নিহত সা‌লেহা বেগম সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আ‌জিদ খাঁ‌য়ের স্ত্রী। এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেলার বিভিন্নস্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। উপড়ে পড়ছে অনেক গাছপালা।

 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর