১১ নভেম্বর, ২০১৯ ০৯:৪৬

বুলবুলের প্রভাবে জেলাভিত্তিক ক্ষয়-ক্ষতির চিত্র

অনলাইন ডেস্ক

বুলবুলের প্রভাবে জেলাভিত্তিক ক্ষয়-ক্ষতির চিত্র

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বেশ কয়েকটি জেলায় বহুসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল।

এক নজরে দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে জেলাভিত্তিক ক্ষয়-ক্ষতির চিত্র।

 ঘূর্ণিঝড় বুলবুলের শঙ্কা কেটে যাওয়ার পর স্পষ্ট হতে শুরু করেছে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র।

সাতক্ষীরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্যামনগর ও আশাশুনি উপজেলা। স্থানীয়দের দাবি, ৬০ থেকে ৭০ ভাগ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে চিংড়ির ঘেরসহ পুকুরের মাছ।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের দাবি, বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫ হাজার হেক্টর আমন ধান, ১২শ’ হেক্টর সবজি ক্ষেত।

ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বাগেরহাটের শরণখোলাতেও। বহুসংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি, রাস্তায় গাছ পড়ে ব্যাহত হয় চলাচল। ফসল নষ্ট হওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক। ভেসে গেছে মাছের ঘের।

খুলনার দাকোপ ও দিঘলিয়া উপজেলায় প্রাণহানির পাশাপাশি বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি। ভেসে গেছে ৭ শতাধিক চিংড়ির ঘের ও পুকুর। 

বরগুনায় বিধ্বস্ত হয়েছে অন্তত ৫শ’ ঘরবাড়ি। নষ্ট হয়েছে ফসল।  

ভোলায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫জন। ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, মৎস্য খামার।

এছাড়াও বুলবুলের প্রভাবে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায়। এসব জায়গায়ও নষ্ট হয়েছে জমির ফসল।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর