১১ নভেম্বর, ২০১৯ ১৩:২৬

সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত নেই

অনলাইন ডেস্ক

সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত নেই

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে চলে যাওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে জন্য সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ সোমবার এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা যাচ্ছে।

এদিকে, বাংলাদেশের উপকূলে গত ১০ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাংলাদেশের ১১ জেলায় ঘর ও গাছচাপা পড়ে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ের সময় এসব ঘটনা ঘটে।

এর মধ্যে খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, পটুয়াখালী ১ জন, পিরোজপুরে ১ জন, মাদারীপুরে ১ জন, ভোলায় ১ জন, সাতক্ষীরায় ১ জন, শরীয়তপুরে ১ জন, বরিশালে ১ জন, গোপালগঞ্জে ১ জন বরগুনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া ঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কয়েকটি স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং মাছের ঘের ভেসে গেছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর