১১ নভেম্বর, ২০১৯ ১৬:২১

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩২ হাজার মানুষ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩২ হাজার মানুষ

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ১ লাখ ৩২ হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে ৪৪ হাজার ৫৬৩টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ দশমিক ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ ও ৩৫ হাজার ৫২৯ হেক্টর জমির ফসল। পানিতে ভেসে গেছে চিংড়সহ ৭ হাজার ২৩৪টি মৎস্য খামার। মাছ চাষীদের ২ কোটি ৯৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে ৭০টি বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। 

শুক্রবার রাত থেকে শরণখোলা উপজেলাসহ জেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জেলাব্যাপী লাখ-লাখ গাছপালা ভেঙ্গে  উপড়ে, দুমড়ে-মুচড়ে দিয়েছে। সুন্দরবনের দুবলারচরে আস্থায়ী শুটকি পল্লী লন্ডভন্ড হয়ে গেছে। এত শুটকিসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুবলা ফিসারম্যান গ্রুপ। তবে, বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র করমজল ও হারবাড়ীয়ায় দুটি স্থাপনাসহ সামান্য কিছু গাছপালা ভেঙ্গে পড়া ছাড়া বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বাগেরহাটে ঝড়ের সময় গাছ চাপা পড়ে মহিলা ও শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, ফকিরহাট উপজেলার মাসুম শেখের স্ত্রী হিরা বেগম (৩৫) রামপাল উপজেলার বাবুল শেখের মেয়ে সামিয়া খাতুন (১৫)। 

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, বিধ্বস্ত বাড়িঘর ও ক্ষয়ক্ষতির পরিমাণের ভিত্তিতে জেলার ৭৫টি ইউয়িনের মধ্যে ৬২টি ইউনিয়নকে দুর্যোগকবলিত ইউনিয়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাগেরহাট জেলার ১ লাখ ৩২ হাজার ৩০০ মানুষ ঘূর্ণিঝড় বুলবুলে তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে মৃত দুই জনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর