শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

প্রাণী বিচিত্রা

প্রাণী বিচিত্রা

লেমিং দেখতে অনেকটা ইঁদুরের মতো হলে ও আকারে সামান্য বড়। লেমিংদের মধ্যে সবচেয়ে আজব ব্যাপারটি হলো তারা গণহারে আত্মহত্যা করে। এদের দেখতে ধূসর কিংবা লালচে-বাদামি। পৃথিবীর উত্তরাঞ্চলে বেশ বড় এলাকা নিয়ে এদের বাস, এর মধ্যে রয়েছে আলাস্কা, উত্তর-পশ্চিম কানাডা ও স্ক্যান্ডিনেভিয়া। তবে শুধু স্ক্যান্ডিনেভিয়ান লেমিংরাই গণহারে আত্মহত্যা করে। মাঝে মাঝেই এদের দেখা যায় কোনো কারণে আতঙ্কিত হয়ে হাজার হাজার লেমিং মাইলের পর মাইল রাস্তা পার হয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ছে। অনেকে রাস্তায় মারা পড়ে, তবে যারা পাহাড় চূড়োয় উঠে সাগরে ঝাঁপিয়ে পড়ে তারা পানিতে ডুবে না মরা পর্যন্ত সাঁতার কাটতেই থাকে।

নিচের ভিডিওটি দেখলে আত্মহত্যার সম্পর্কে বোঝা যাবে। কেউ জানে না লেমিং-এর এমন অস্বাভাবিক আচরণের কারণ। হয়তো বা আবহাওয়া খুব বেশি উত্তপ্ত হয়ে পড়লে কিংবা খাদ্য সরবরাহে পরিবর্তন ঘটলে তারা এমন কাণ্ড ঘটায়, কিংবা জনসংখ্যার ভিড়ে বিরক্ত হয়ে বেছে নেয় আত্মহত্যার পথ । তবে অনেকেই মনে করে এটা ভুয়া । ব্যাপারটি নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে ।

 

সর্বশেষ খবর