শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এই হেমন্তে

সুফিয়ান আহমদ চৌধুরী

এই হেমন্তে

সোনা রোদ ঝলমল ঝল

ধানের শীষে হাসে,

পাখিরা ওড়ে আকাশ নীলে

স্বপ্ন রঙিন ভাসে।

 

হেমন্তে এই মিষ্টি দিনে

খুশির বীন বাজে,

সবুজ শ্যামল স্বদেশটা

নতুন রূপে সাজে।

 

মাঠে মাঠে পাকা ধান

হাওয়ায় জুড়িয়ে যায়

কিষাণ পাড়ায় সুখের ধুম

কিষাণীরা গান গায়।

 

মিঠে রোদে ফড়িং ওড়ে

ফুলের বনে মেলা।

শিশির ঝরে সবুজ ঘাসে

শিশুরা করে খেলা।

হৈহুল্লোড় কানামাছি

দিনটা মজার খুব

ছুটির দিনে সব সাথীরা

আনন্দে দেয় ডুব।

 

এমনি করে হেমন্ত এলে

লাগে ছোঁয়া প্রাণে,

সময় কাটে সুখেই কেবল

মিষ্টি মধুর ঘ্রাণে।

সর্বশেষ খবর