শিরোনাম
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

যায় না থাকা মর্তে

স.ম. শামসুল আলম

বাইরে গেলে মাথায় যদি

আকাশ ভেঙে পড়ে

তাই শুয়ে রই ঘরে।

 

শুয়ে শুয়েই ভাবতে থাকি

ঘর নিরাপদ নয়

হঠাত্ যদি ভূমিকম্প হয়!

 

লুকোই খাটের তলে।

ইঁদুর এসে কানের সাথে

মুখ লাগিয়ে বলে,

তোমার সাথে এমন করে

দেখা হলো তাই

ভয় পেয়েছি ভাই।

 

সেই ইঁদুরের লেজ

যেই ধরেছি অমনি ইঁদুর

দেখায় ভীষণ তেজ।

 

ভাবছি এবার কোথায় যাব

কোন পিঁপড়ার গর্তে—

শান্তভাবে শান্তিতে আর

যায় না থাকা মর্তে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর