শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

বৃষ্টির ছায়ারূপ

কাজল বিনতে শাহিদা

আকাশ কালো বৃষ্টি এলো

ঝুম ঝুমা ঝুম ঝুমুর ঝুম

ঐ যে দেখো  বাঁশের সাঁকো

বৃক্ষ শাখায় খাচ্ছে চুম।

 

টিনের চালে ক্ষেতের আলে

বইছে ধারা সিক্ত সব

ভরছে নদী নিরবধি

ভাসছে পুকুর ভিজছে জব।

 

দুষ্টু ছেলে, সদলবলে

ভিজছে জলে দিচ্ছে ডুব

কাটছে সাঁতার কে আগে কার?

পাড়ি দেবে জলদি খুব।

 

সকাল দুপুর জলের নুপুর

আনছে চোখে ঘুমের রেশ

বৃষ্টি নেমে ভুবন ফ্রেমে

সাজছে আমার সোনার দেশ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর