শিরোনাম
শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

মধুর ঘ্রাণে ঘ্রাণে

সুজন সাজু

পাখি নাচে পক্ষী নাচে নাচে ভোমরা কুল,

মধু মাসে মধুর ঘ্রাণে আনন্দ হুলস্থুল।

আমের বনে রঙিন নাচন খোকার মনে খুশি,

দিন দুপুরে ছুটে খোকা, মায়ের কাছে দুষি?

মন মানে কী বারণ আজি দেখলে পাকা জাম?

লম্বা গাছে উঠতে দেরী ঝরছে জোরে ঘাম।

ঘাম ঝরুক তবুও চাই ফলের মধুর স্বাদ,

স্বাদে ব্যাকুল দুরন্ত খোকা ঘ্রাণে যেই উন্মাদ!

মধু মাসে মধুর  ঘ্রাণে মনটা শুধু হাসে,

আম আনারস কাঁঠাল নিয়ে স্বজনরা যে আসে।

আসুক হাসুক ছুটুক সবে মধুর ঘ্রাণে ঘ্রাণে,

ফলের রাজ্যে ধুম লেগেছে খুশির দোলা প্রাণে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর