শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

আমার বাবার কথা

অণিমা মুক্তি গমেজ

বাবা আমার হারিয়ে গেল অচেনা এক জঙ্গলে

দিবারাত্রি তারে খুঁজি তবু না এ মন গলে।

খুঁজে খুঁজে হন্যে হয়ে ছুটছি আকাশ-পাতাল

না পেয়ে আজ কষ্ট বাড়ে, ভাঙ্গে বুকের চাতাল।

কেমন করে দিনে দিনে বাবা আমার হারিয়ে গেল

আর কোথাও বাবা বুঝি অবুঝ কালো মেয়ে পেল?

সূর্য-চন্দ  হাতটি ধরে বলে ‘আমায় বাবা ডাকো’

আমি বলি, ‘অন্যকে হায়, বাবা বলা যাবে নাকো’।

বাবা আমার হারিয়ে গেল, বহু দূরে ইচ্ছেমতো!

বাবা কেন বাবা হলো মাথায় আসে প্রশ্ন যত

সবাই যখন ‘বাবা’ ডাকে, আমি কেবল শব্দ শুনি

কবে যে শেষ ডেকেছিলাম, হাতের রেখায় সে দিন গুনি

সর্বশেষ খবর