Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:৪৩

খোকার প্রশ্ন

শশধর চন্দ্র রায়

খোকার প্রশ্ন

খোকা ভাবে মনে মনে

প্রশ্ন মাথায় ঘুরে,

কাছে পেলে যে কাউকে তার

প্রশ্ন দেয় যে ছুড়ে।

 

তার প্রশ্নে অবাক তো সবাই

হতভম্বও হয়,

তারে দেখলে এড়িয়ে যায়

বন্ধুরাও পায় যে ভয়।

 

‘স্রষ্টা আছে আমি মানি

কিন্তু থাকেন কোথায়?’

এমন প্রশ্নের জবাব দিতে

অনেকেই হিমশিম খায়।

 

বাবা বলেন, তিনি আছেন

সবার হৃদয়জুড়ে,

খোকা তখন খুঁজে ফিরে

নিজের হৃদয় খুঁড়ে।


আপনার মন্তব্য