শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আমার গাঁ

মোহাম্মদ নূর আলম গন্ধী

আমার গাঁয়ের পাশ দিয়ে

বহতা এক নদী

সেই নদীতে নৌকা চলে

সকাল-সন্ধ্যা নিরবধি।

 

নদী তীরে কাশবন

বাতাস দেয় দোলা

কৃষাণ মাঠে ফলায় ফসল

ভরে আপন গোলা।

 

বনে বনে পাখি সব

করে কলতান

রাখালিয়া বাজায় বাঁশি

জুড়ায় মন-প্রাণ!

 

ফুলে ফলের সমারোহ

কিযে মিষ্টি ঘ্রাণ!

এমন গাঁ নেই যে কোথাও

আমার গাঁয়ের সমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর