শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মনপাখি

রেদ্বওয়ান মাহমুদ

মনটা আমার যায় হারিয়ে

সুদূর সবুজ মাঠে

আসন পাতে বনের ধারে

কিংবা নদীর ঘাটে।

 

সুযোগ পেলে-ই যায় ছুটে ঐ

পাগলা বটের তলে

কভুও উদাস মনটা ছুটে

সাগর-নদীর জলে।

 

এত বারন মানেনা মন

দেয় যে শুধুই ফাঁকি

তাইতো ভাবি, মন পাখিটা

কোথায় বেঁধে রাখি?

 

যেথায়-সেথায় ঘুরে ফিরে

সময় করে পার

সত্যি আমি মনের কাছে

সদা-ই মানি হার।

 

মাঠের ভেতর সরু পথটা

কেড়েছে এই মন

ওদের নিয়ে ভেবে ভেবেই

কাটে সারাক্ষণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর