শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শীত ঋতুটা

মাহমুদুল হক জালীস

খেজুর গাছে ঝুলছে হাঁড়ি

পিঠার আমেজ বাড়ি বাড়ি

ফিরনি-পায়েস খেয়ে,

শীত ঋতুটার বাহারি সাজ

অন্য ঋতুর চেয়ে।

 

সকাল হলে নিদ্রা ছেড়ে

রসের হাঁড়ি আনতে পেড়ে

ছুটছে গাছির দল,

মিষ্টি মধুর খেজুর রসে

বাড়ে দেহে বল।

 

বিকেল হলে গাছে চড়ে

টাক টুকটুক শব্দ করে

কাটে রসের নল,

শীতের মজা পেতে হলে

পল্লী-গাঁয়ে চল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর