শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তিরিশ লক্ষ ফুল

স.ম. শামসুল আলম

বাংলাদেশের নদী পথে মাঠে ঘাটে

বনে জঙ্গলে হাজারো বাজার হাটে

তিরিশ লক্ষ ফুল ফুটে আছে জানি

সেই ফুলগুলো বাঙালি জাতির প্রাণ

ভাবলে সে কথা চোখ ফেটে আসে পানি

তিরিশ লক্ষ ফুলের রয়েছে

তিরিশ লক্ষ ঘ্রাণ।

প্রতিদিন এই ঘ্রাণ শুঁকি আর ভাবি

আমার দেশের কাছে নেই কোনো দাবি

কারণ প্রাণের বিনিময়ে স্বাধীনতা

কখনো ভুলতে পারবো না সেই কথা

এই স্বাধীনতা ফুলে ফুলে অবদান

তিরিশ লক্ষ প্রাণের রয়েছে

তিরিশ লক্ষ ঘ্রাণ।

আজো এই ঘ্রাণে দেশ হয় মাতোয়ারা

গন্ধে গন্ধে সারা ঘরে পড়ে সাড়া

কত দামে কেনা আমাদের স্বাধীনতা

চোখের জলে তা ভিজে পায় সজীবতা

স্বাধীনতা ম্লানে ফুল করে অভিমান

তিরিশ লক্ষ প্রাণের রয়েছে

তিরিশ লক্ষ ঘ্রাণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর