শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

জোৎস্না রাতে

আজমল হোসাইন

জোৎস্না রাতে

জ্যোৎস্না রাতে চাঁদের আলো

মেখে পুরো গায়

মাল্লা-মাঝি মনের সুখে

গান গেয়ে দূর যায়।

 

নয়ন তারায় সুখের আভাস

রূপের অবাক টান

মায়ের মুখের গল্পে খোকার

ভাঙে অভিমান।

 

মন থাকে না মনের ভেতর

দৌড়ে, দীঘির পার

জ্যোৎস্না রাতে আঁখিপাতে

ঘুম থাকে না আর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর