শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

আমার বাবা

পলাশ কুন্ডু

আমার বাবা রোজ সকালে

আমাকে পড়ায় বই,

কাছে না পেলে আমায়

ডাকে বড় খোকা কই?

 

আমার বাবার ছোট্ট দোকান

সারাদিন সে দোকানে খাটে,

সপ্তাহে দুদিন দোকান দিতে

ছুটে যায় দূরে গঞ্জের হাটে।

 

আমার জন্মদিনে বাবা

গিফট করেছে লাল সাইকেল,

প্যাডেল ঘুরিয়ে চলি আমি

বাজিয়ে ক্রিং-ক্রিং বেল।

 

আদর করে বাবা আমায়

খাওয়ায় নানান ফল,

বিকেলে খেলার জন্য বাবা

কিনে দিয়েছে রঙিন বল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর